আনোয়ারায় মো. জাফর(৫০) নামে ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১)সেপ্টেম্বর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাফর উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার নবী হােসেনের পুত্র। ডাকাতি মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকার আর্থিক জরিমানা করে।
আনায়ারা থানার ওসি সােহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আদালত ১০ বছরের কারাদণ্ড দিলে আসামী জাফর ৩ বছর ধরে পলাতক ছিল। সোমবার রাতে গোপন সংবাদে সে বাড়ি আসার খবর পেয়ে অভিযান চালিয়ে বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
চস/স