চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যুর পর এবার আহত আরেক ইমাম হাফেজ মাওলানা আলী হোসেনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ৩ টায় রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান সড়কের হাজী পাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম। অন্য ইমামের নাম হাফেজ ছৈয়দুল আলম (৩৫)। তিনি বাঁশখালি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে ও রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
এর আগে গত সোমবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এক ইমাম সৈয়দুল হক নিহত হন, আহত হন ইমাম আলী হোসেন।
আলী হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয় ও মসজিদের খতিব মাওলানা সেকান্দর হোসেন।
এদিকে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের দুটি মসজিদের দুই ইমামের মৃত্যুতে গ্রামের মুসল্লিসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চস/আজহার


