spot_img

১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ ইসমাইল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল ছনুয়ার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসহাকের ছেলে।

শিশুর আত্মীয় মোহাম্মদ জসিম উদ্দিন জানান, উঠানে খেলছিল শিশু ইসমাইল। এ সময় মাসহ আত্মীয়রা কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে সে পানিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. ইসরাত জাহা বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাহাদুর আলম।

উল্লেখ্য, এর আগে ৮ এপ্রিল ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। তারা আপন ভাই-বোন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss