spot_img

২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের সংঘর্ষ, নিহত ২

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কেএনএফ সদস্য নিহত হয়েছে। এ সময় দু’জন আটক করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকত্লাই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাট করছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে। এ ঘটনার পর সেখান থেকে কেএনএফের পোশাক পরা দু’জনের লাশ উদ্ধার করা হয়। ওই এলাকায় তল্লাশি করে আটক করা হয় আরও কেএনএফের আরও দুই সদস্যকে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র-গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss