রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড় হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিতে নিহত দু’জন হলেন- উপজেলার কাট্টলী কুকিছড়া গ্রামের সময় মনি চাকমার ছেলে বিদ্যাধন চাকমা (৪৫) ও বড় হাড়িকাবার ধুধুকছড়া গ্রামের লেংগ্যা চাকমার ছেলে মনি চাকমা (৩৫)। তারা ইউপিডিএফের সমর্থক ও সদস্য ছিলেন।
এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ দাবি করে- হামলার নেতৃত্ব দেন পোয়া চাকমা ওরফে আপন (৩২)। আপন বড় হাড়িকাবার পাশের কুট্টছড়ি গ্রামের লক্ষ্মী মনি চাকমার ছেলে।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে দু’জন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
চস/স