spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আলীকদমে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় টমটম গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।রোববার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাহমুদ (৭) ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে এবং রেপারপাড়া বাজারের আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র।

লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, সকাল ৯টার দিকে শিশুটিকে মিনহাজ নামে এক সিএনজি চালক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক মো. মিনহাজ বলেন, রেপারপাড়া বাজারে টমটম ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমার সিএনজিতে তুলে দেয়। এ সময় টমটমের চালকও আমার সাথে ছিলেন। পরে ডাক্তার শিশুটি মারা গেছে বলার পর টমটম চালক পালিয়ে যায়। শিশু আলীকদম ইসলামিয়া এতিমখানায় ছাত্র। এতিমখানার লোকজনকে খরব দেয়া হয়েছে।

আলীকদম ইসলামিয়া এতিমখানার সভাপতি মো. মফিজ বলেন, শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করতো। সে তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। পরিবারকে খবর দেয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা টমটম তাকে ধাক্কা দেয়।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু আলীকদম থানায় পড়েছে তাই পরবর্তী আইনি কার্যক্রমের জন্য লাশ সেখানে হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss