spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কেএনএফ’র ৩১ আসামীকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ

বান্দরবানে ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট সহ ২১ মামলায় গ্রেফতারকৃত কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৯৬ সদস্যের মধ্যে ৩১ জন সদস্যকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুন) সকালে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেএনএফ এর ১৬ নারী ও ১৫ পুরুষ সদস্যকে একটি এপিসি গাড়ির নিরাপত্তার মধ্য দিয়ে এদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবান কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো: জান্নাত-উল-ফরহাদ জানান, নিরাপত্তার পাশাপাশি কারাগারে জায়গা সংকুলান না হওয়ায় কেএনএফ’র ৩১ সদস্যকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান। এ পর্যন্ত দায়ের করা মোট ২১টি মামলায় ৯৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss