spot_img

২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত সীতাকুণ্ডের ইউএনও

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। সোনার বাংলা গড়ায় প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নৈতিকতা ও সততা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি আসলেই বরই আনন্দের।এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

উল্লেখ্য, সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কে.এম রফিকুল ইসলাম যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজগুলো নিরলস ভাবে করে যাচ্ছেন।

তার কিছু উল্লেখযোগ্য কাজ: জঙ্গল সলিমপুরে ১০ একর জমি উদ্ধার, ডিসি পার্কের অবকাঠামো উন্নয়ন কাজ সমন্বয়; সবগুলো পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডেলিভারী রুম আধুনিকরণ, শতভাগ স্কাউট কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন, ৯ টি ইউনিয়নে ৯টি খেলার মাঠ প্রস্তুতকরণ, প্রতিটি স্কুলে ইংরেজি স্পিকিং কোর্সের আয়োজন, সফলভাবে ফ্লাওয়ার ফেসটিভ্যাল সমাপ্তিকরণ, সর্বজনীন পেনশন স্কিমে প্রায় ৭০০০ হাজার রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য মহাসড়কে বিনামূল্যে বাসের ব্যবস্থাকরণ, নির্বাচনের সময় বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ইলেকশন ওয়েবসাইট তৈরি করা।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss