spot_img

২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে খালে মিলল কিশোরের মরদেহ

চট্টগ্রামের রাউজানে হালদা নদীর সংযুক্ত একটি খাল থেকে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে। সোমবার (৮ জুলাই) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রাম সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইফুল একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

জানা যায়, সোমবার বিকালে জাল নিয়ে মাছ ধরতে ঘর থেকে বের হন সাইফুল।

কিন্তু সন্ধ্যায় ফিরে না আসায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। পরে রাত ১০টার দিকে হালদা নদীর সংযুক্ত একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, বিকালে জাল নিয়ে বের হয়ে সন্ধ্যায়ও ফিরে না আসায় স্বজনরা সাইফুলের খোঁজ শুরু করেন। পরে খাল থেকে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। তখন তার নাক দিয়ে রক্ত ঝড়ছিল।

পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আরিফুল ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে সাইফুল নামে এক কিশোর নিখোঁজ হয়। পরে রাতে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদন করলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss