spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাই প্রতিনিধি

সর্বশেষ

মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে লাফ দিতে গিয়ে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বড়দারোগাহাটের রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে।

নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম শহরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মো.সরওয়ার কামাল গোলাপের ছেলে। সে চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, রবিবার সকালে ৫ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসে। সকাল সাড়ে ১১ টায় তারা ঝরনায় প্রবেশ করে। বন্ধুদের সঙ্গে ঝরনায় হই-হুল্লোড় মাতামাতির এক পর্যায়ে সবাই একসাথে কূপে লাফ দেয়৷ তাদের কেউ সাতার জানতো না৷ চার বন্ধু হাসান, মেহেদী হাসান,মাহিন নিশাত, রাকিব, তীরে উঠতে পারলেও ডুবে যায় আসিফ। পরে তার অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা এসে দুপুর ২ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, আমরা সকাল সাড়ে ১১ টায় ৫ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝর্ণায় প্রবেশের পর বন্ধুরা সবাই ঝরনায় গোসল করছিলাম। সবাই মিলে কূপে লাফ দিই৷ সবাই উঠতে পারলেও আসিফকে উঠতে পারেনি৷ আমরা তাকে খোঁজাখুঁজি করতে থাকি। অনেক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। মুহুর্তের মধ্যে আমার বন্ধুকে হারালাম। আমরা তার পরিবারকে কি বলে শান্তনা দেব বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ঝরনায় একজন পর্যটক নিখোঁজ হয়েছে। আমরা দ্রুত উদ্ধার টীম নিয়ে সেখানে পৌঁছাই। দুপুর ২টার দিকে স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি টিম তার মৃতদেহ উদ্ধার করি। উদ্ধার শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মিরা দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় শিক্ষার্থী আসিফ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss