spot_img

৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পটিয়াসহ চট্টগ্রামের তিন থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। পাশাপাশি পটিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান।

সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে। অপরদিকে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।

সম্প্রতি পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর অবরোধ চলায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছায়।

ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে চন্দনাই-শ থানা থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss