চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় মো. রিহান উদ্দিন প্রকাশ মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় সমবয়সী মানিক ও রাহাত নামের দুই কিশোর মারাত্মক জখম হয়।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে ওই এলাকার ৫ নং ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের পাশে ঘটনাটি ঘটে। নিহত মাহিন সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। ফটিকছড়ি থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের উপর স্থানীয় ৫/৬ জন ছেলে দাড়ানো অবস্থায় ছিল। পরে, তাদেরকে স্থানীয় অপরএকটি গ্রুপ ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের উপর উঠে আশ্রয় নেয়। পরে, ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের উপর নিয়ে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামের কিশোর মারা যায়। বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনা তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে পুলিশ দুজনকে আটক করে থানা নিয়ে আসে।
চস/আজহার