spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির রামগড়ে আকস্মিক এক অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পাতাছড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান- প্রথমে বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকানের মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকান ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মুদি দোকান, স্টেশনারি, কম্পিউটার ও চায়ের দোকান রয়েছে।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss