spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাতকানিয়ায় ভাসমান অবস্থায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ভাসমান অবস্থায় হেফজখানার এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে ব্রিজের নিচে খালের মধ্যে থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ইয়াছিন আরাফাত (১৩)। সে সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত আরাফাতের মা বাবলী বেগম জানান, আমরা আগে স্বপরিবারে ঢাকায় বসবাস করতাম। পুরান ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় আমার ছেলে ইয়াছিন আরাফাত পড়াশোনা করত। বিগত মাসের ৩০ তারিখ আমার স্বামী সৌদি আরব চলে যাওয়ায় আমরা সকলে গ্রামের বাড়িতে চলে আসি। এখানে ছেলেকে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করিয়ে দিই।

আজ সকালে লোকজনের মাধ্যমে খবর পাই চরপাড়ার খালে একটি লাশ ভাসছে। ওইখানে গিয়ে দেখি ওই লাশ আমার ছেলে আরাফাতের। তারা ১ ভাই ও ১ বোন।

নিহত আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে আর ঘরে ও মাদ্রাসায় ফেরেনি। আমরা পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সনাক্ত করি ভাসমান লাশ আমাদের আরাফাতের।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম পৌরসভার চরপাড়ার খালে ভাসমান এক মাদ্রাসা ছাত্রের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পোস্ট মর্ডেমে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে। উক্ত ঘটনায় আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss