spot_img

১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এবার ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

ফেনী শহরের মুক্ত বাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে রোববার (১৬ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

ফেনীর আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবে আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে পুলিশ চাইলে এ সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্যদিয়ে প্রমাণ হয় যে, আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। আমাদের আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে বুঝতে পারবো কখন কারা কীভাবে আগুন লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে একইভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss