বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রতন তংচঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেবিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন :বিদ্যুৎ ত্রিপুরা,নিরু চাকমা অন্য একজনের নাম জানা যায়নি।
আরো পড়ুন: কুমিল্লার প্যানেল মেয়রের ভাইসহ করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু
বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার জানান, ঘটনায় ৬ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে এবং এইসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন।
তিনি আরও জানান,ঘটনার তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে পরে বিস্তারিত জানা যাবে।
চস/স