spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কেডিএস গ্রুপের পোশাক কারখানায় দুর্ঘটনা, ১২ শ্রমিক আহত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহার সিগন্যাল এলাকায় কেডিএস গ্রুপের একটি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় অন্তত ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে কেডিএস গ্রুপের ওই পোশাক কারখানার একটি লিফটে দুর্ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে আজিজ নামে এক ব্যক্তি দাবি করেন, এ ঘটনায় অন্তত ২২ থেকে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। তার স্বজনরা ওই কারখানায় কাজ করেন। গার্মেন্টস কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা প্রকৃত ঘটনা আড়াল করছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss