spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী বিধানের সাজা ১৭ বছর

রাউজান তথা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, সাবেক এনডিপি ক্যাডার, ১২টি মামলার আসামী বিধান বড়ুয়ার ১৭ বছর সাজা হয়েছে। একটি অস্ত্র মামলায় তাকে এই সাজা দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামী আধার মানিক গ্রামের সুরত সিংহের বাড়ির মৃত হিমাংশু বড়ুয়া ছেলে।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবি জেলার অতিরিক্ত পিপি এডভোকেট সমীর দাশগুপ্ত গতকাল সোমবার দুপুরে এ তথ্য প্রকাশ করে বলেন ‘ইতিমধ্যে এ রায় দেন ২য় অতিরিক্তি জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা।’ ওই আইনজীবি বলেন ‘২০১৪ সালের ৪ অক্টোবর রাত ৯টায় আসামীর বসতঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রাউজান থানা পুলিশ।

এ অস্ত্র মামলার বাদী ছিলেন পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের এস.আই মহসিন রেজা। ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামীর বিরুদ্ধে মামলা চার্জ গঠন করা হয়। এই মামলায় ৮ স্বাক্ষীর মধ্যে বাদীসহ ৭জনই আদালতে স্বাক্ষী দেন। সর্বশেষ ইতিমধ্যে আদালত প্রদত্ত রায়ে বিধান বড়ুয়া সশ্রম কারাদন্ড দেয়া হয়।’ আইনজীবি সমীর দাশুপ্ত জানান, বিধান বড়ুয়ার বিরুদ্ধে আরো ২৫-৩০ মামলা রয়েছে। সে এখন পলাতক রয়েছে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss