spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায়া চট্টগ্রামে একদিনে শনাক্ত ২৫, সুস্থতার সংখ্যা বেড়ে ১৪৫২৪

সারাদেশের মতো চট্টগ্রামেও কমে গেল করোনার নমুনা পরীক্ষা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৫ জন; এর মধ্যে ১৮ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ২৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৬১ জন নগরের ও ৫ হাজার ২০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৪ জন; এর মধ্যে ১৯৬ জন নগরের ও ৮৮ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা থেকে ৯৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন। তাদের মধ্যে ৩ হাজার ৪৬ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জনের নমুনা মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss