spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৭৫ জন। এর মধ্যে ২৭৪ জন নগরের ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

একইসময়ে নতুন করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯৩ জন নগরীর ও ২০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৯৯৯ জনে।

সোমবার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: মাদক সেবনের টাকা না পেয়ে মাকে হত্যা করল মেয়ে

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৫ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss