spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় চট্টগ্রামে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে করোমায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭১ জনের দেহে। এদের মধ্যে ১৪১ জন নগরীর ও ৩০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭ জনে।

রবিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন ও শেভরণ ক্লিনিকের ল্যাবে ৩৫২ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

আরো পড়ুন: ৫০০ অসহায় পরিবারকে উপহার সামগ্রী দিল ফোর এইচ গ্রুপ

একই সময়ে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss