দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪০ জন পুরুষ ও ১২৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। একদিনে পরীক্ষার বিবেচনার শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। আর মোট পরীক্ষার শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
এর আগে বুধবার (৪ আগস্ট) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন রোগী শনাক্ত হয় ১৩ হাজার ৮১৭ জন।
চস/আজহার


