spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গোলাপি বলের প্রথম দিনটা ভারতের

ঘরের মাঠে দ্বিতীয় দিবারাত্রির টেস্ট। প্রতিপক্ষ ইংল্যান্ডের গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা বেশ পুরোনো। তবুও গোলাপি বলে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন রাঙাল ভারত। গোধূলি নামার আগেই ইংলিশদের অলআউট করার পর ব্যাট হাতেও উজ্জ্বল কোহলির দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১১২ রানে থামিয়ে দিয়েছে ভারত। দলের বোলিং বিভাগে বড় ভূমিকা রেখেছেন অক্ষর প্যাটেল। তিনি একাই নিয়েছেন ছয় উইকেট।

দিন শেষে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৯ রান তুলেছে ভারত। ব্যাট হাতে ৫৭ রানে অপরাজিত রোহিত শর্মা। তাঁর সঙ্গে ১ রানে অপরাজিত আজিঙ্কা রাহানে। ইংলিশদের চেয়ে আর মাত্র ১৩ রান পিছিয়ে ভারত। আজ টেস্টের দ্বিতীয় দিন এই ১৩ রান তুলে লিড বাড়িয়ে নিতে চাইবে স্বাগতিকরা।

গতকাল বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। এক লাখ ১০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হলো ইংল্যান্ডের। ভারতের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে সফরকারীরা। আর সব মিলিয়ে দলটির বিপক্ষে চতুর্থ সর্বনিম্ন।

এদিন ইংলিশদের পক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তেমন কেউ। শুরু থেকেই নড়বড়ে ছিল সফরকারীদের ব্যাটিং। এক রান তুলতে প্রথমে ফেরেন ওপেনার ডম সিবলি। এরপর বাকিরাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন জ্যাব ক্রলি। এ ছাড়া কেউ ২০-এর ঘর পার হতে পারেননি। শেষ পর্যন্ত ১১২ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৮.৪ ওভারে ১১২ (ক্রলি ৫৩, সিবলি ০, বেয়ারস্টো ০, রুট ১৭, স্টোকস ৬, পোপ ১, ফোকস ১২, আর্চার ১১, লিচ ৩, ব্রড ৩, অ্যান্ডারসন ০*; ইশান্ত ৫-১-২৬-১, বুমরাহ ৬-৩-১৯-০, আকসার ২১.৪-৬-৩৮-৬, অশ্বিন ১৬-৬-২৬-৩)।

ভারত ১ম ইনিংস: ৩৩ ওভারে ৯৯/৩ (রোহিত ৫৭*, গিল ১১, পুজারা ০, কোহলি ২৭, রাহানে ১*; অ্যান্ডারসন ৯-৬-১১-০, ব্রড ৬-১-১৬-০, আর্চার ৫-২-২৪-১, লিচ ১০-১-২৭-২, স্টোকস ৩-০-১৯-০)।

চস/আজহার

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss