গুরুত্বপূর্ণ লড়াই। আজ (মঙ্গলবার) জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ, সেইসঙ্গে উঠে যাবে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে।
এমন এক ম্যাচে শুরুতেই ধাক্কা খেল টাইগাররা। টস জিতে ব্যাটিং করতে নেমে ১৫ রানের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে হারিয়ে বসেছে স্বাগতিক দল।
কী দারুণ শুরুই না করেছিলেন তামিম ইকবাল। এক ওভারেই এসেছিল ১৫ রান। কিন্তু এমন উড়ন্ত শুরুর পরই আউট হয়ে গেলেন তামিম ইকবাল। ৬ বলে ৩ চারে ১৩ রান করে চামিরার বলে আউট হয়ে গেছেন তিনি।
এরপর ক্রিজে এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারলেন না। ৩ বল খেলে সেই তামিমের মতেই এলবির ফাঁদে পড়ে চামিরাকে উইকেট বিলিয়ে চলে গেলেন শুন্য রানে।
এই রিপোর্টটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ১৫ রান ২ উইকেটের বিনিময়ে।
চস/আজহার