spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডিপিএল

শাকিলের ৫ উইকেট শিকারের ম্যাচে শেখ জামালের সহজ জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলমান ২০১৯-২০ মৌসুমে নিজেদের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে পরের দুই ম্যাচ হেরে বসে তারা। মোহামেডানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবার জয় পেলেও পঞ্চম রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে যায় শেখ জামাল। একদিন বিরতি দিয়ে শুরু হওয়া ডিপিএলের ষষ্ঠ রাউন্ডে এসে আবার জয়ে ফিরেছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল।

বিকেএসপিতে আজ (বৃহস্পতিবার) শেখ জামাল ৬ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট জামালের দখলে। জামালের হয়ে বল হাতে আগুন ঝরান সালাউদ্দিন শাকিল। এই বাঁহাতি মিডিয়াম পেসার মাত্র ১৬ রান খরচ করে একে একে পারটেক্সের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। তার ৫ শিকারের ম্যাচে হাসিমুখ মোহাম্মদ আশরাফুলদের।

ম্যাচের শুরুতে টস জিতে পারটেক্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জামাল অধিনায়ক সোহান। ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ভোগেন পারটেক্সের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২০ রানের ইনিংস আসে ওপেনার আব্বাস মুসার ব্যাট থেকে। টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা মুসা আজ ২০ রান করতে খরচ করেন ২২ বল। যেখানে ২টি চার ও ১টি ছয় মারেন তিনি।

ইসহারুল ইসলাম ও ধীমান ঘোষ সমান ১৯ রান করেন। শেষদিকে মেহরাব হোসেনের ১২ রানের সুবাদে অল আউট হওয়ার আগে ১০৪ রানের পুঁজি পায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। শেখ জামালের হয়ে সালাউদ্দিন শাকিল একাই ৫ উইকেট নেন।

১০৫ রানের মামুলি লক্ষ্য টপকাতে নেমেও শুরুতে সুবিধা করতে পারেনি জামাল। দলীয় ৪ রানে ওপেনার সৈকত আলীর উইকেট হারিয়ে বসে তারা। চাপমুক্ত থেকে ব্যাটিং করতে নেমেও ব্যর্থ মোহাম্মদ আশরাফুল। ১৮ বলে ১৭ রান করে আউট হন তিনি। নাসির হোসেনও ইনিংস বড় করতে পারেননি, তার ২৩ বলের ইনিংসটি থামে ২২ রানে। নুরুল হাসান সোহান ৩০ রান করে আউট হলেও জয় পেতে অসুবিধা হয়নি শেখ জামালের।

শেষদিকে ইলিয়াস সানির অপরাজিত ২৭ রানের কল্যাণে ১৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পারটেক্সের হয়ে জয়নুল নেন ২ উইকেট

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss