spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বকাপ দলে তামিমকে অন্তর্ভূক্ত করার জন্য মানববন্ধন

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। দলে তাকে অন্তর্ভূক্ত করার জন্য চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী ব্যানারে প্রতিবাদী মানববন্ধন আয়োজন করা হয়েছে। দলে তামিমকে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়ে রেখেছেন তারা।

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই তামিম ইকবাল। তিনি নিজেকে দল থেকে প্রত্যাহার করে নিয়েছেন। বিষয়টি চট্টগ্রামের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি মোড়ে ‘চাটগাঁইয়া পোয়া নাই, মানিত ন পারির (চট্টগ্রামের ছেলে নেই, মানতে পারছি না)’ শিরোনামে প্রতিবাদী মানববন্ধন আয়োজন করে।

তামিমের বাড়ির নিকটবর্তী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা জানান, ফর্মে থাকা এ ব্যাটসম্যানকে ষড়যন্ত্র করে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, অবিলম্বে তামিমের সাথে সমঝোতা করে তাকে বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে আনতে হবে। না হলে, আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন কর্মসূচির অন্যতম আয়োজক মোহাম্মদ ওমর কাইয়ুম বলেন, ‘প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে চট্টগ্রামে কেউ নেই। এটা আমরা মানতে পারছি না। কৌশলে তাকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই আজ আমরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছি। তামিমকে দলে না নিলে আরও কর্মসূচি করা হবে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss