spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মোস্তাফিজের উন্নতি, সাকিবের অবনতি

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তবে বোলিং র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

সাকিবকে দুইয়ে নামিয়ে এক নম্বরে উঠে গেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। অন্যদিকে বোলিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দশ থেকে আট নম্বরে চলে এসেছেন ‘দ্য ফিজ’। বোলিং তালিকায় সাকিব আছেন নয়ে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সাকিব, হারিয়েছেন মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার তারকা নেমে গেছেন দুইয়ে।

শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। এই র‌্যাংকিংয়ে দশ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নিউজিল্যন্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া নাসুম ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।

অন্যদিকে শেখ মেহেদি হাসানও বোলিংয়ে সেরা বিশে ঢুকে পড়েছেন। চার ধাপ এগিয়ে টাইগার অফস্পিনার এখন ২০তম অবস্থানে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss