spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যারা

আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

আসুন জেনে নেওয়া যাক আইপিএল ইতিহাসে সবচেযে দামি ক্রিকেটার কারা-

এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি, যার দাম ১৭ কোটি রুপি।

তবে ২০২২ সালের জন্য তিনি নিজের মূল্য ২ কোটি কমিয়ে এনেছেন।

এখন বিরাট ১৫ কোটি রুপির ক্রিকেটার। তিনি খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।

১৭ কোটি রুপিতে নতুন দল লক্ষ্ণৌতে খেলবেন কেএল রাহুল।

দুই হাজার পনেরো সালে যুবরাজ সিং দিল্লি কাপিটালসে যোগ দিয়েছিলেন ১৬ কোটি রুপিতে।

আইপিএল নিলামে যুবরাজই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। তবে পরবর্তীতে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসের দাম ওঠে ১৬.২৫ কোটি রুপি। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।

২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন প্যাট কামিন্স, এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দাম উঠেছিল ১৫.৫ কোটি রুপি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss