spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাত্র এক রানেই সাজঘরে ফিরে গেলেন তামিম

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র এক রানেই সাজঘরে ফিরে গেলেন তামিম ইকবাল। লুঙ্গি নিগিডির বলে কেশব মাহারাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন টাইগার দলপতি।

এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সাউথ আফ্রিকার মাটিতে ২০ বছরে প্রথমবারের মতো ওয়ানেডেতে জয় পেয়েছ টাইগাররা। ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯৫ রানের ওপেনিং জুটি। রেকর্ড গড়েন লিটন-তামিম। ৪১ রানে তামিম ফেরার পর ৫০ রানে ফিরেছেন লিটন।

মুশফিক খেই হারালেও সাকিব-ইয়াসির রাব্বি ভুল করেননি। ১১৫ রানে পার্টনারশিপ গড়ে দলকে নিয়ে গেছেন বড় সংগ্রহের পথে। সাকিব করেছেন ৭৭ রান, রাব্বি থেমেছেন ৫০ রানে। সবমিলিয়ে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ।

৩১৫ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। শরীফুল-তাসকিনের তোপে শুরুতে খেই হারানো প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিরাজের ৪ উইকেটের ক্যারিশমায় শেষ অবধি ওরা থেমেছে ২৭৬ রানে।

সেঞ্চুরিয়নে জয়ের সুবাস নিয়ে আজ বেলা ২টায় ওয়ান্ডারার্সে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ। এ ময়দানে মাত্র একটি ওয়ানডে খেলেছে টাইগাররা। ২০০৩ বিশ্বকাপে সেই কেনিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কাইল ভেরেন, জানেমন মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss