ঈশান কিশানের শত রানের ইনিংসে ভর করে বড় টার্গেটের দিকে ভারত। ম্যাচের শুরুতে শিখর ধাওয়ানের ফেরার পর হাল ধরেন ঈশান ও কোহলি। ম্যাচে ৮৫ বল খেলে শতরানের মাইলফলক স্পর্শ করেন বাহাতি এ ব্যাটার। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এটি। ম্যাচের ৩৪ ওভার খেলে এ জুটির ২৮৯ রানে চাপে রয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: (প্রতিবেদন লেখা পর্যন্ত) ভারত: ২৮৯/১ (৩৪) ঈশান কিশান: ১৯৭* (১২৩) বিরাট কোহলি: ৮২* (৭৩)
ঘরের মাঠে ভারত বদের মিশনে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামে দুদল।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।
ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আক্সার প্যাটেল, কুলদীপ ইয়াদভ, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
চস/স


