প্রত্যাশা এবং স্বর্ণা- এই দু’জনের হাফ সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ১৬৬ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেই রান তাড়া করতে গিয়ে লঙ্কানরা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৫ রান। মারুফা আর দিপার নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগ্রেসরা জয় পায় ১০ রানে।
বাংলাদেশের পক্ষে আফিয়া প্রত্যাশা ৫৩ এবং মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার ৫০ রানে থাকেন অপরাজিত।
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা এবং মিস্টি সাহা মিলে গড়েন ৭৫ রানের জুটি। এ সময় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন আফিয়া প্রত্যাশা। ৭৯ রানের মাথায় রানআউট হন মিস্টি সাহা। তিনি ২৪ বলে খেলেন ১৪ রানের ইনিংস।
এরপর দিলারা আক্তার এবং স্বর্ণা আক্তার মিলে গড়েন ৮৬ রানের জুটি। ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন দিলারা আক্তার। শেষ পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
চস/স


