spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রশিদ-মুজিবকে নিয়েই আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি গতকাল (১৭ জুন) শেষ হয়েছে। যেখানে টেস্ট ইতিহাসে রেকর্ড গড়েই জিতেছে স্বাগতিকরা। আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন রশিদ খান। এছাড়া দলে রয়েছেন মোহাম্মদ নবী এবং মুজিব-উর-রহমানও।

আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর জন্য আজ (১৮ জুন) ১৯ সদস্যদের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। যেখানে নতুন করে দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।

সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে আফগানিস্তান রশিদ-মুজিবদের মিস করার কথা জানিয়েছেন কোচ জনাথন ট্রট। আর এটাই স্বাভাবিক। দলের প্রধান দুই অস্ত্রকে রেখে আফগানরা সাদা পোশাকে খেলতে এসেছিল। আর সেখানে দলে থাকা বোলাররা রীতিমতো তুলোধুনো হয়েছেন টাইগার ব্যাটারদের হাতে। তেমন নাজমুল শান্তদের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ বোলারদের পর ব্যাটাররাও ছিলেন বাংলাদেশি পেসারদের তোপের মুখে।

আফগানিস্তানের ওয়ানডে দল : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss