spot_img

৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টি-টোয়েন্টি লিগ খেলতে সন্ধ্যায় কানাডা যাচ্ছেন লিটন

আগেই জানা ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেটের‘ওয়ান্ডার বয়’ লিটন দাস কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এবারের আসরে খেলবেন। আগামী ২০ জুলাই থেকে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে।

তাই আজই কানাডা উড়ে যাচ্ছেন লিটন দাস। বিসিবি প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে বিমানে উঠবেন লিটন।

প্রসঙ্গত, এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ‘সারে জাগুয়ার্সে’র হয়ে খেলবেন লিটন। সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামী ক্রিকেটাররা রয়েছেন।

অন্যদিকে কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে আন্দ্রে রাসেলের সঙ্গে মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার রাখা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে সাকিব কবে, কখন যাবেন – তা এখনো ঠিক হয়নি। ওয়াসিম খানের দেয়া পুর্বাভাস সাকিবও দু’একদিনের মধ্যে কানাডা চলে যাবেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss