ফেসবুক আইডিতে দেয়া কিছু স্ট্যাটাসের কারণে গত দুইদিন ধরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিষয়টি নজর এড়িয়ে যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কথা বলেছে সাকিবের সঙ্গে। সেখানে নিজের ভুল স্বীকার করেছেন তানজিম সাকিব।
ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন। বিসিবিও তাকে মনিটরিং করবেন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
চস/আজহার