spot_img

২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সবার চোখ তামিমের ফেসবুক পেইজে!

ভারত বিশ্বকাপের সর্বশেষ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে টাইগারদের বিশ্বকাপ দল নিয়ে কম নাটকীয়তা হয়নি। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউবে দল ঘোষণা করেছে বিসিবি।

তামিমের বাদ পড়া নিয়ে অভিযোগের তীর অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে। গেল কদিন ধরে গণমাধ্যমেও অনেক কথা চাউর হয়েছে। তবে সেসবের উত্তর নিয়েই এবার হাজির হচ্ছেন তামিম।

গেল কয়েকদিনে ঘটে যাওয়া সব বিষয় নিয়ের ফেসবুকে একটি ভিডিও বার্তা দিতে যাচ্ছেন সাবেক ওয়ানডে অধিনায়ক। তামিমের সেই ভিডিও দেখার অপেক্ষায় প্রহর গুনছেন লাখো ভক্ত।


আজ এক ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’

আরও লিখেছেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

তামিমের এমন পোস্টের মন্তব্যের ঘরে তার ভক্তরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন।সমর্থদের বেশিরভাগই সত্যটা জানতে চাইছেন। এক সমর্থক লিখেছেন, ‘অপেক্ষায় আছি।’ এ ছাড়া আরেক ভক্ত লিখেছেন, ‘সবকিছু ক্লিয়ার করে দেওয়াটা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশের জন্যও মঙ্গলজনক হবে৷ উদ্দীপ্ত সাহসে তামিমই পারবেন সকল ধোঁয়াশার বিরুদ্ধে এক জ্বলন্ত অগ্নি হতে।’

এখন দেখার বিষয় কী ফাঁস করেন তামিম। নাকি বরফের মতো গলাবেন সবার ভুল ধারণা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss