spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

অবশেষে অপেক্ষার পালা শেষে পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম লাথাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো। তবে দুই জনের জুটি বেশি বড় করতে দেননি নিউজিল্যান্ড বোলাররা। দলীয় ৪০ রানে ২৪ বলে ১৪ রানে আউট হন ডেভিড মালান।

এরপর ক্রিজে আসেন জো রুট। তাকে নিয়ে ধীরস্থির ভাবে খেলতে থাকেন জনি বেয়ারস্টো। তবে তিনি দলীয় ৬৪ রানে ৩৫ বলে ৩৩ রানে স্যান্টানারের বলে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন হ্যারি ব্রুকস। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ৯৪ রানে ১৬ বলে ২৫ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসেন মঈন আলি। তবে তিনিও সুবিধা করতে পারেননি। দলীয় ১১৮ রানে ১৭ বলে ১১ রানে আউট হন মঈন। এরপর ক্রিজে আসেন জস বাটলার। তাকে নিয়ে ৭০ রানের জুটি করেন রুট। সাবলীল ব্যাটিংয়ে রুট অর্ধশত পূরণ করলেও ব্যর্থ হন জস বাটলার। দলীয় ১৮৮ রানে ৪২ বলে ৪৩ রানে আউট হন ইংলিশ অধিনায়ক।

এরপর ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন। ভাল শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেন তিনি। দলীয় ২২১ রানে ২২ বলে ২০ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন স্যাম কারান।

দলীয় ২২৯ রানে এক প্রান্ত আগলে রাখা জো রুট কাটা পড়েন গ্লেন ফিলিপসের বলে। ৮৬ বলে ৭৭ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন ক্রিস ওকস। তিনিও সুবিধা করতে পারেননি। দলীয় ২৫০ রানে ১২ বলে ১১ রান করে আউট হন তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss