spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খুলনার বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ দিন প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এনামুল হক বিজয়ের খুলনা।

অন্যদিকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বরিশাল ৫ ম্যাচে জিতেছে মাত্র ২ ম্যাচে। ফলে ভিন্ন সমীকরণ নিয়ে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

ফলে আগে ব্যাটিংয়ে নামবে খুলনা। এই ম্যাচে এভিন লুইসের জায়গায় খেলবেন ফাহিম আশরাফ। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল, দলে ফিরেছেন শোয়েব মালিক ও তাইজুল ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss