spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ম্যাচটি সুপার সিক্সের হলেও দুই দলের জন্যই কার্যত কোয়াটার ফাইনাল। কারণ এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ‘এ’ গ্রুপ থেকে সেমি ফাইনালে ভারতের সঙ্গী হবে কারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্যে জয় লাভ করেছেন মাহফুজুর রহমান রাব্বি। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১।

বাংলাদেশকে সেমিতে পা রাখতে হলে পাকিস্তানকে শুধু হারালেই হবে না, একই সঙ্গে নেট রান রেটেও তাদের ছাড়িয়ে যেতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮। আর পাকিস্তানের ১.০৬৪। পাকিস্তানকে নেট রানরেটে ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে পাকিস্তানের দেওয়া লক্ষ্য টপকাতে হবে।

৩০০ রানের লক্ষ্য হলে ৩৯.৩ ওভারে ম্যাচ জিততে হবে। একইভাবে পাকিস্তান ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভারে জয় পেতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ- মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

পাকিস্তান একাদশ- শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ, আলী রাজা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss