সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ বোলিংয়ে রোহানাত দোল্লাহ বর্ষন ও শেখ পারভেজ জীবন মিলে নিয়েছিলেন ৭ উইকেট। সেমিফাইনালের যাওয়ার লড়াইয়ের দিনে পাকিস্তানের বিপক্ষে তারা দুজনে মিলে নিলেন ৮ উইকেট। তাদের দুজনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৫৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের যুবারা। ৩৮.১ ওভারের আগে জিততে পারলেই সেমিফাইনালে উঠে যাবে মাহফুজুর রহমান রাব্বির দল।
আরও পড়ুন:- মিরাজ-মালিকের ব্যাটিং তান্ডবে জিতল বরিশাল
সেমিতে যেতে যত ওভারে জিততে হবে বাংলাদেশকে
আগেই জানা গিয়েছিল বাংলাদেশের সুপার সিক্স থেকে সেমিফাইনাল যাওয়ার সমীকরণ। আগে ব্যাট করলে জিততে হতো ৫০ রানের ব্যবধানে। আর বোলিং করলে ৩৮ থেকে ৪০ ওভার পর্যন্ত সময় পেত জুনিয়র টাইগাররা। বেনোনির ঘাসের পিচে আগে বল করার পরেই শুরু হয়ে যায় পাকিস্তানকে কম রানে আটকে রাখার প্রচেষ্টা।
বোলিং ইউনিটের কল্যাণে সেমিফাইনালের লক্ষ্য এখন কিছুটা সহজ বাংলাদেশের জন্য। পাকিস্তানের ১৫৬ রানের টার্গেট বাংলাদেশকে টপকাতে হবে ৩৮.১ ওভারের মধ্যে। তাহলেই রানরেটে তাদের পেছনে ফেলে সেমিফাইনালে যাবে বাংলাদেশের যুবারা।
চস/আজহার