বিপিএলের চলতি মৌসুমের প্লে-অফের সূচিতে এসেছে বড়সড় পরিবর্তন। কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচগুলোতে যোগ করা হয়েছে রিজার্ভ ডে। এতে করে বদলে যাচ্ছে সময়সূচিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থেকে আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। বোর্ড জানায়, প্রতিটি ম্যাচে যোগ হয়েছে রিজার্ভ ডে। ফলে ম্যাচের সূচিতেও আসছে পরিবর্তন।
আরও পড়ুন:- রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মুস্তাফিজ
আগের সূচিতে, ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। ২৭ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তবে এখন আর সে সূচি থাকছে না। নতুন সূচিতে ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে। এরপর ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার; এখানেও থাকছে একদিনের রিজার্ভ ডে। অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি হচ্ছে রিজার্ভ ডে। তবে ফাইনালের সূচি অপরিবর্তিত থাকছে। ১ মার্চ হবে দশম আসরের ফাইনাল।
চস/আজহার