spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেলেন সাইফউদ্দিন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের আগামী আসরে যেন বাংলাদেশিদের আধিপত্য। সাকিব, রিশাদ, শরিফুলের পর এবার ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে তাকে।

বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দারুণ সময় পার করেন সাইফউদ্দিন। দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলেও ডাক পান তিনি। তবে সেই সিরিজে নির্বাচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাইফউদ্দিন। যার কারণে, টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই পেস অলরাউন্ডারের। সেই সাইফউদ্দিন এবার ডাক পেলেন বিদেশি লিগে।

রিশাদের মতো সাইফউদ্দিনও প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন। মন্ট্রিয়াল টাইগার্সে সাইফউদ্দিনদের অধিনায়ক হিসেবে থাকবেন ক্রিস লিন। এছাড়া সাইফউদ্দিন সতীর্থ হিসেবে পাচ্ছে টম লাথাম, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হকের মতো তারকা ক্রিকেটারদের।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss