spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২০২৭ এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ

ফের পুরুষদের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। রবিবার (২৮ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পরবর্তী দুই এশিয়া কাপের আয়োজকের নাম প্রকাশ করেছে। যেখানে ২০২৫ সালে এশিয়া কাপ আয়োজন করবে ভারত আর ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

২০২৫ এর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার কারণে তার আগে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুই আসরেই ১৩টি করে ম্যাচ থাকবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে টুর্নামেন্ট দুটিতে।

এসিসি আরো জানিয়েছে, ২০২৬ সালে নারীদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রতিটিই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। পুরুষদের ইমার্জিং এশিয়া কাপের ২০২৪ ও ২০২৬ আসর টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ ও ২০২৭ আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

এছাড়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৫ ও ২০২৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে। অবশ্য এসব টুর্নামেন্টের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss