spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চেন্নাই টেস্টে টাইগারদের রেকর্ড ব্যবধানে হার

ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রেকর্ড রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট নাজমুল হোসেন শান্তরা। ভারতের বিপক্ষে ২৮০ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। একইসঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত।

চেন্নাই টেস্ট জিততে শেষ দুইদিনে বাংলাদেশের দরকার ছিলো আরও ৩৫৭ রানের। সেই লক্ষ্যে রোববার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

দিনের প্রথম ৪৫ মিনিট কোনো উইকেট হারায়নি শান্তরা। সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত ছিলেন বড় জুটি গড়ার পথে। ব্যক্তিগত ১৭ রানে স্টাম্পড হওয়া থেকে অল্পের জন্য বেঁচে যান সাকিব। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

রবিচন্দ্রন অশ্বিনের ওভারে সামনে এগিয়ে ব্লক করতে গেলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচ তুলে দেন সাকিব। বল চলে যায় ইয়াশভি জায়সাওয়ালের হাতে। ২৬ বলে ২৫ রান করে ফিরে যান সাকিব। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

সাকিবের পর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ কেউই ক্রিজে টিকতে পারেননি। ১০ বলে ১ রান করে আউট হন লিটন। মিরাজ সমান বলে করেছেন ৮ রান। সেঞ্চুরির খুব কাছে চলে যাওয়া শান্তও মিস করেছেন সেঞ্চুরি। ১২৭ বলে ৮২ রানের ইনিংস খেলে আউট হন শান্ত।

শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৪ বলে ৭ রান করা হাসান মাহমুদকে ফিরিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা।

ভারতের হয়ে ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৩ উইকেট তোলেন রবীন্দ্র জাদেজা। আর ১ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ।

ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬/১০ (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬; হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৮৭/৪ (৬৪ ওভার) (ইনিংস ঘোষণা) (গিল ১১৯*, পান্ত ১০৯; মিরাজ ২/১০৩)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৪৯/১০ (৪৭.১ ওভার) (শান্ত ২০, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- (লক্ষ্য ৫১৫ রান)- ২৩৪/১০ (৬২.১ ওভার) (জাকির ৩৩, শান্ত ৮২, সাকিব ২৫; অশ্বিন ৬/৮৮, জাদেজা ৩/৫৮)

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss