চট্টগ্রামের সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত এরিয়েল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ দিনের খেলায় জয় পেয়েছে কুল ওয়ারিয়ার্স ও আগ্রাবাদ মাস্টার্স।
শনিবার (২ নভেম্বর) সেরাজ ফোর এইচ একাডেমি মাঠে দিনের প্রথম খেলায় আগ্রাবাদ মাস্টার্স ৭ উইকেটে হোয়াইট ফেলকনকে হারায়। অপর ম্যাচে হাক্কানি ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায় কুল ওয়ারিয়ার্স।
আজকের দ্বিতীয় খেলায় জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুল ওয়ারিয়ার্স। এই খেলার মাধ্যমে টুর্ণামেন্টের গ্রুপ পর্বের খেলা সমাপ্ত হয়।
চস/আজহার