spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আইপিএলের সব রেকর্ড ভেঙে লক্ষ্ণৌতে পান্ত

মার্কির প্রথম সেটের শেষ ক্রিকেটার হিসেবে তোলা পান্তের নাম। একেবারে শুরু থেকেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। পরবর্তীতে বিডে যুক্ত হয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে লক্ষ্ণৌর কাছে হার মানে তারা। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পান্তকে দলে নেয় তারা। দিল্লি রাইট টু ম্যাচ ব্যবহার করলেও ২৭ কোটিতে পান্তকে দলে টেনেছে লক্ষ্ণৌ।

দিল্লিতে স্টার্ক
আইপিএলের সবশেষ মৌসুমে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মেগা নিলামের আগে অস্ট্রেলিয়ার পেসারকে ছেড়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও নিলাম থেকে বাঁহাতি পেসারকে নিতে আগ্রহ দেখায় তারা। তবে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অনেকটা আগের মৌসুমের অর্ধেক দামে বিক্রি হয়েছেন তিনি।

গুজরাটে বাটলার
রাজস্থান র‌য়্যালসের হয়ে কয়েক মৌসুম খেললেও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে ধরে রাখেনি তারা। তবে নিলাম থেকে দলে পেতে আগ্রহ দেখায় রাজস্থান। যদিও পরবতর্তীতে তারা লড়াইয়ে থাকেনি। লম্বা সময় বিড করেছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। শেষ মুহূর্তে যোগ দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট দলে নিয়েছে জস বাটলার।

পাঞ্জাবে আইয়ার
শ্রেয়াস আইয়ারের অধীনে সবশেষ মৌসুমে শিরোপা জিতলেও তাকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামে ডানহাতি ব্যাটারের নাম ওঠার পর সবার আগে তাকে দলে টানার আগ্রহ দেখায় তারা। যদিও পরবর্তীতে সরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দারুণ এক লড়াই করেছে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। সবশেষ মৌসুমে ২৪ কোটি ৭৫ ‍লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। যা ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড। মেগা নিলামে অবশ্য সেটা ভেঙে দিয়েছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব ও দিল্লির লড়াইয়ে ভারতের ব্যাটারের দাম উঠেছে ২৬ কোটি ৭৫ লাখ রুপি। দিল্লিকে লড়াইয়ে হারিয়ে আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব।

গুজরাটে রাবাদা
আইপিএলের সবশেষ আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন কাগিসো রাবাদা। সাউথ আফ্রিকার পেসারকে দলে নিতে লড়াই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লড়াই করেছে। তবে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে লড়াই জিতে রাবাদাকে দলে নিয়েছে গুজরাট। রাইট টু ম্যাচ থাকলেও সেটা ব্যবহার করেনি পাঞ্জাব।

পাঞ্জাবে আর্শদীপ সিং
২০২৫ মেগা নিলামে মার্কি সেটের প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয় আর্শদীপ সিংয়ের নাম। ভারতের বাঁহাতি পেসারের জন্য সবার আগে বিড করে চেন্নাই সুপার কিংস। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে আর্শদীপকে দলে টেনে দেয় হায়দরাবাদ। তবে সেই সময় রাইট টু ম্যাচ ব্যবহার করে পাঞ্জাব কিংস। যদিও পরবর্তী আর্শদীপের জন্য ১৮ কোটি দিতে রাজি হয় হায়দরাবাদ। ভারতের পেসারকে অবশ্য ছাড়েনি পাঞ্জাব। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ ব্যবহার করে আর্শদীপকে আবারও নিজেদের ডেরায় ফেরায় পাঞ্জাব।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss