spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়ে গেল। শিরোপা জেতার মিশনে গিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ (২২ জানুয়ারি) স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয় তুলে সেরা ছয়ে জায়গা করে নিল জুনিয়র টাইগ্রেসরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের পাঠায় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলে বাংলাদেশ। এরপর দুর্দান্ত বোলিংয়ে ১৮ রানের জয় তুলে নিল মেয়েরা।

সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। দুটি ম্যাচ হবে সেখানে।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার কাছে আক্ষেপ নিয়ে হারে দল। আজ স্কটিশদের হারিয়ে জুনিয়র টাইগ্রেসরা পা রাখল বিশ্বকাপের সুপার সিক্সে।

লো স্কোরিং ম্যাচে বাংলাদেশে দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৯ বলে ২১ রান আসে আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

জবাবে নামা স্কটল্যান্ড দলকে শুরুতেই আটকে ফেলে বাংলাদেশের বোলাররা। ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১টি করে উইকেট তুলেন হাবিবা ইসলাম পিংকি ও নিশিতা আক্তার নিশি।

এবার বাংলাদেশের সেমিতে ওঠার লড়াই। চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি উঠবে দল সুপার সিক্স পর্বে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনাল। ৩১ জানুয়ারি সেমিফাইনাল। ফাইনাল ২ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১২১/৯ (সুমাইয়া ২৯*, আফিয়া ২১; নায়মা ২/১৫, মাইসিয়ে ২/২৭)
স্কটল্যান্ড: ১০৩/৮ (পিপ্পা ৪১, নিয়াম ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)
ফল: ১৮ রানে জয়ী বাংলাদেশ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss