পুরান ঢাকার সুরিটোলা চারতলা ভবনের দুই তলায় জুতার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
তিনি বলেন, ৪ টা ৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় ৪ টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চস/আজহার