spot_img

৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নছর মার্কেট এলাকা থেকে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে মো. রুবেল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রুবেল কক্সবাজার উখিয়া ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

আটক রুবেলের বরাত দিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, রুবেল ৩ থেকে ৪ মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। পরে তার স্থান হয় উখিয়ার ট্রানজিট ক্যাম্পে।

চার দিন আগে সেখানে বসবাসকারী অপর এক রোহিঙ্গা যুবক রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে ট্রানজিট ক্যাম্প থেকে বের করে চট্টগাম নিয়ে যায়। পরে সেখানে রুবেলের কাছে থাকা ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে মারধর করে রুবেলকে ট্রেনে তুলে দেয় ওই প্রতারক ।

পরে বিভিন্ন ট্রেন পাল্টে রুবেল শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে গিয়ে নামেন। সেখান থেকে রেলপথ ধরে হাঁটতে হাঁটতে নছের মার্কেটের প্রতাবপুর এলাকায় পৌঁছান তিনি।

তার কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে নাম-পরিচয় জানতে চাইলে রুবেল নিজে রোহিঙ্গা বলে স্বীকার করেন। তখন এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss