spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভুল করে অন্য কেন্দ্রে পরীক্ষার্থী, সঠিক কেন্দ্রে নিয়ে গেলো পুলিশ

ভুল করে অন্য কেন্দ্রে উপস্থিত হওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিয়েছে ঢাকার ডেমরা ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানিয়েছেনে।

তিনি বলেন, অভিভাবকসহ এক পরীক্ষার্থী ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসে। রোল মিলিয়ে দেখা যায়, তার কেন্দ্র শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন বাকচর আদর্শ উচ্চবিদ্যালয়, যা ওই কেন্দ্র থেকে প্রায় আধ ঘণ্টার দূরত্বে অবস্থিত।

পরে পরিস্থিতি ও সময় বিবেচনা করে তাদের দুজনকে আমার সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন। যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss