spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার

অর্থের অভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের ঘোষণা অনুসারে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে এই বৃত্তি দেওয়া হবে।

এই অনুদান পেতে শিক্ষার্থীদের আবেদন করতে হবে ‘মাইগভ আমার সরকার’ (www.mygov.bd) ওয়েব পোর্টাল থেকে। তাছাড়া সরাসরি আবেদন করা যাবে https://www.mygov.bd/services/form?id=BDGS-1611115830 এই ঠিকানা থেকে।

বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক আর্থিক অনুদানের আবেদনের সময়সীমা চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদানের জন্য আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৩ পর্যন্ত।

প্রার্থীকে প্রথমেই মাইগভ আমার সরকার ওয়েব সাইটে প্রবেশ করে একটি মোবাইল নম্বর অথবা ইমেইল এড্রেস দিয়ে লগইন করতে হবে। এরপর নির্ধারিত ফরমে তথ্য পূরণ সাপেক্ষে কাঙ্ক্ষিত অনুদানের জন্য আবেদন করতে হবে।

আবেদন গ্রহণের পর তথ্য যাচাই বাছাইকরণ শেষে কর্তৃপক্ষ এ শিক্ষাবৃত্তি প্রদান করবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss